স্বাগতম!

গ্রিন লিবার্টি এগ্রো লিমিডেট

A Word From

Our Managing Director

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আমি একজন স্বপ্নবাজ মানুষ। মানুষের প্রতিটি স্বপ্নের মধ্যে কিছু চাওয়া এবং পাওয়ার আকাঙ্ক্ষা থাকে। ঠিক তেমনি এই প্রতিষ্ঠানটি শুরু করার আগে আমারও কিছু চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা ছিলো ।

আর সেটি হলো, আমি চেয়েছি আমার সাথে / আমার পাশে / আমার চলার পথে সাথী হিসেবে থাকা আমার গ্রামের মানুষ গুলো যাতে করে কোনভাবে যেন পিছিয়ে না থাকে।

গ্রামের পিছিয়ে থাকা এই মানুষ গুলোর কর্মসংস্থান এর ব্যবস্থা করতে গিয়ে আমি শুরু করি “Green Liberty Agro”।

হাঁটি হাঁটি পা পা করে গড়ে ওঠা এই কর্মক্ষেত্র একদিন হাজারো পরিবারের আয়ের উৎস হিসেবে প্রতিষ্ঠিত হোক এই প্রচেষ্টায় আমার সামনে পথচলাকে বেগবান করে তুলবে বলে আশাবাদী। ইনশাআল্লাহ

Bismillahir Rahmanir Rahim.

I am a dreamer. In every dream of man there is a desire to want and obtain something. Similarly, before starting this company, I also had a desire to get something.

And that is, I want the people of my village who are with me / by my side / as companions on my journey so that they do not lag behind in any way.

I started “Green Liberty Agro Farm” to provide employment to these backward people of the village.

I am hopeful that this workplace, which has been built step by step, will one day be established as a source of income for thousands of families. Inshallah

গবাদি পশু পালন ও মাংস উৎপাদনের আধুনিক উদ্যোগ

আমরা বিশ্বাস করি যে, Green Liberty Agro খামারের মাধ্যমে আমরা আমাদের সম্প্রদায়কে খাদ্য নিরাপত্তা ও উন্নত মানের মাংস সরবরাহ করতে সক্ষম হবো।

Green Liberty Agro একটি উদ্ভাবনী খামার প্রতিষ্ঠান, যা গবাদি পশু পালন ও মাংস উৎপাদনে নিবেদিত। আমাদের লক্ষ্য উন্নত মানের গবাদি পশু পালনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতে নতুন দিশা প্রদান করা।

আমাদের খামারের বৈশিষ্ট্য:

  • খামারের কাঠামো: পর্যাপ্ত স্থান, আধুনিক সুবিধা, খোলামেলা জায়গা, স্টল, পানির ব্যবস্থা ও বিশুদ্ধ বাতাস।

  • খাদ্য সরবরাহ: গবাদি পশুর জন্য পুষ্টিকর খাদ্য যেমন ঘাস, খৈল, ভুষি এবং পশুখাদ্য।

  • স্বাস্থ্য পরিচর্যা: নিয়মিত টিকা, পিপঁড়ে ও কৃমির চিকিৎসা এবং অন্যান্য রোগের প্রতিরোধ।

  • মাংস উৎপাদন: মোটা ও পুষ্টিকর মাংস উৎপাদন, যা বাজারে ভাল দাম পায়।

  • বাজারজাতকরণ: উৎপাদিত মাংস বাজারে সরবরাহ করা, খামারি লাভজনক মূল্য পায়।

আমাদের লক্ষ্য:

গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও উন্নত পশু পালন পদ্ধতি প্রবর্তন করা।

প্রযুক্তি:

অটোমেটেড খাদ্য সরবরাহ ব্যবস্থা ও পশু স্বাস্থ্য নজরদারি সিস্টেমের মাধ্যমে খামারের কার্যক্রম পরিচালনা করা।

Napier Grass

Napier Grass গবাদি পশুর জন্য একটি উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ঘাস, যা তাদের দ্রুত বৃদ্ধি এবং ভালো দুধ উৎপাদনে সহায়ক। এটি বিশেষভাবে কৃষকদের জন্য লাভজনক, কারণ এর দ্রুত বৃদ্ধি ও এক মৌসুমে একাধিক বার কাটা যায়, যা তাদের আয় বৃদ্ধি করে।

এছাড়া, Napier Grass পরিবেশের জন্যও উপকারী। এর শিকড় মাটিকে শক্তিশালী করে, ফলে মাটি ক্ষয় প্রতিরোধ করা যায়। এটি কম রসায়নিক সারের প্রয়োজন, ফলে পরিবেশে কম প্রভাব ফেলে।

এটি কম পানি ও সাধারণ মাটিতেও ভাল জন্মায়, যা কৃষকদের জন্য কম খরচে উচ্চ ফলন নিশ্চিত করে। Napier Grass গবাদি পশুদের জন্য একটি দীর্ঘমেয়াদী খাদ্য সরবরাহ ব্যবস্থা তৈরি করে, যা শীতকালেও সুবিধাজনক।

এছাড়া, এটি ব্যবসায়িকভাবে লাভজনক হতে পারে, বিশেষ করে পশু খাদ্য উৎপাদন, বায়োগ্যাস উৎপাদন এবং অন্যান্য কৃষি কার্যক্রমে এর ব্যবহার বৃদ্ধির মাধ্যমে। Napier Grass চাষে কম খরচে ভালো ফলন পাওয়া যায়, যা পরিবেশবান্ধব কৃষির জন্য আদর্শ।

About

Green Liberty Agro

Broiler and meat processing business with Agro Farm start ups are becoming very popular in different countries, including Bangladesh. These start-ups are working on connecting producers and consumers, solving problems in the production process, providing financial assistance to farmers, capacity-building through training and market creation.

However, the institutional structure has yet to be developed in the country or in the region for the expansion of agricultural processing technology. As a result, these innovative technologies do not reach entrepreneurs in most cases and cannot contribute to the agro-processing industry in the country. Moreover, the application of each processing technology requires a different institutional approach with a skill mix of agro-industrial set-up. We are here tp provide that.

Gallery

Follow US on social:

Our Goal

One of our primary objectives is to enhance the agricultural sector in Bangladesh by implementing effective strategies and utilizing sustainable practices. We recognize the importance of agriculture as the backbone of our country’s economy and are committed to taking all necessary steps to improve it. .

Our comprehensive approach includes introducing innovative solutions that encompass modern technology, expert knowledge, and advanced techniques to improve crop yields and quality. We are also investing in the development of infrastructure, such as irrigation systems, to create a supportive environment for farmers.

Moreover, we are working to increase access to education and training programs that will help farmers adopt the latest agricultural practices and keep up with industry trends. By improving agriculture in Bangladesh, we aim to contribute to the growth of our nation’s economy and increase food security for all our citizens.

Corporate Office